যারা বলে,পাথরের নেই কোনো গুনাবলি
তাদের অলস হাতে ছেনি ও হাতুড়ি দিয়ে বলো,
আঘাত লাগাও আর ঝেড়ে ফেলো বাড়তি যত মেদ
অবাকের কোলে চেপে বের হবে
পাথরের গঙ্গা ও যমুনা থেকে ভাসানের স্রোত
কীভাবে শরীরে তার জেগে উঠবে পয়মন্ত
ব্ল্যাকহোল এক
যেখানে গ্রাসের অর্থ সোহাগের স্নানের আবহ