কবিতায় উজ্জ্বল সামন্ত
by
·
Published
· Updated
নারী -ভোগ্যপণ্য ?”
ভয়ে কুন্ঠিত আবেগের উৎকন্ঠায়
মনের কোনে প্রকাশ পায় যাহা,
ভ্রুকুটির কালো আঁধার ঘনায়
জ্ঞান বিবেক ও নি:সহায় হায়।
দূর্বলতা শরীরের ও মনের যখন
লোভীর নোংরা লালায়িত দৃষ্টি,
ভেদ করতে চায় পোশাকের আবরণ
নারী ঈশ্বরের অপরূপ সৃষ্টি।
আজও পুরুষ তান্ত্রিক সমাজে
বিজ্ঞাপনে নারী দেহের বহিঃপ্রকাশ
ওয়েবসাইটে নীল ছবির যথেচ্ছ বিস্তার
নারীকে নির্বোধ দূর্বল ভেবে
গভীর রাতে রাস্তায় পথে অসহায়।
দূর্বলতা কোমলতায়, নাভির কটিদেশে?
দূর্বলতা মানসিকতায় না কামুক চিন্তাতে ?
আপাদমস্তক দৃষ্টিনন্দনে মান হুষ ভুলে
লোভীর লালায়িত কামার্ত দৃষ্টি,
সমাজে অবহেলিত প্রাচীন কাল হতে
দেহমাত্র রক্তমাংসের পিন্ড অহর্নিশ।
সম্মতি, অসম্মতিতে
শরীর টাকে উপভোগ ক্ষত চিহ্নিত আঁচড়ে
বিকৃত অত্যাচারীর নিষ্ঠুর লালসিকতায়,
দৈহিক সুখে লুণ্ঠিত বিবেক মানুষিকতা ।
হারিয়ে যাচ্ছে মানবিকতা ,মানসিকতা
পাশবিকতার অত্যাচারের শিকার
শিশু কন্যা থেকে মধ্যবয়সী বৃদ্ধা
বিচারের বাণী কাঁদে নীরবতায়।
সীমায় বেঁধে আজীবন কারাদন্ড বা ফাঁসি
ঘৃণ্য ব্যাক্তির নেই সুস্থ সমাজে স্থান,
ভাবতেও অবাক লাগে, বাকরুদ্ধ সমাজ
নারী শুধুই ভোগ্যপণ্য, ছি :,ধিক্কার জানায়…