কবিতায় ঈশিতা ভাদুড়ী
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
অমার্জিত স্তব্ধতা
অন্ধকার আসলে নৈঃশব্দ্য আর অমার্জিত স্তব্ধতার
সূত্রপাত,
যেখান থেকে গোপন ক্ষতের সৃষ্টি।
অন্ধকার আসলে ভেসে যাওয়া হ্যারিকেন জীবনের
কথা,
যেখানে বেড়ে ওঠে শূন্যতা ক্রমে ক্রমে।
অন্ধকার আসলে এক নিঃসঙ্গ উপত্যকার
গদ্য,
যেখানে প্রতিদিন মরে যাচ্ছে অজস্র ঘাসফুল।
বিষাদ
নিঃশব্দ অন্ধকার ঢুকে পড়ে কখন
রোদ্দুর মাখা উঠোনে
চেপে বসে হৃৎপিণ্ডের ওপর
সম্পর্ক থেকে খসে পড়ে শিমূল পলাশ
আর,
বিষণ্ণ নদীতে ভেসে যায় হলুদ পাখি…
ফ্যাকাসে রাত পড়ে থাকে চিৎ।
গভীর দীর্ঘশ্বাসে ক্ষত বিক্ষত আকাশ
নির্জন আরও…