কবিতায় অশোক দেব

হ্যালুসিনেশন – এক
একটি তমাল চারা
লহমায় হয়ে গেলো বৃক্ষ
শাখায় শাখায় তার
দোল খায় কত কত বাঁশি
দুলতে দুলতে তারা
শুধু ‘হা-কৃষ্ণ হা-কৃষ্ণ’ করে।
হ্যালুসিনেশন – দুই
তোমার নগ্নতা আমি
ফিরিয়ে দিয়েছি।
ফিরিয়ে দিয়েছি রাগ
বসন্ত, কেদার।
আয়না ফেরাতে গিয়ে
নিজেকে দেখেছি—
অনচ্ছ,বিম্বিত আমি—
সুরের কঙ্কাল।
হ্যালুসিনেশন – তিন
হঠাৎ বর্ণান্ধ হয়ে
এ আমি অশোক
নারীর নগ্নতা আর
তাদের পোশাক নিয়ে
সকল ধারণা
গুলিয়ে ফেলেছি।
হ্যালুসিনেশন – চার
জন্মকালের কান্না মনে আসে?
না,
মনে নেই।
ঠিক কিসের দুঃখে কেঁদেছি তখন?
সেই অকরুণ কান্নার কারণ
জীবনে জানে না কেউ।
ওই তো আকাশে ঝোলে ক্রন্দনমন্দিরা
তাদের বলো না কিছু বাজিয়ে শোনাতে।