কবিতায় অরুণ সেনগুপ্ত
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
যোগাযোগ
যোগাযোগের ভেতর সাবধান-সেতু
অনন্তকাল ফলক দাঁড়িয়ে রয়েছে
অযাচিত তবু হায় সে কী অহেতুক
দুয়ারের ছিটকিনি বিনীত রেখেছে!
নিজের স্বাদের মেনু সাজানো টেবিল
আপ্যায়িত স্বজনের বিছানো চেয়ার
মনের ভেতরে দ্বন্দ খুলিয়াছে খিল
রাগ অনুরাগ ভরা, ইহা সংসার।
কাঁটাতার সীমাবদ্ধ প্রবেশ নিষেধ
দু’পারের অন্ত্যমিল প্রবাহে নদীর
আ মরি বাংলাভাষা প্রবল প্রভেদ
বিশেষ্য ও বিশেষণে এবং যদির।
বাধ্য সীমা একদিন রেখেছে প্রত্যয়
উষ্ণ দুই করতল অনুনেয় শর্ত।