জন্ম ১.১.১৯৬৭, কলকাতায়, আদতে বীরভূম জেলার রামপুরহাট মহুকুমার অধীন জেন্দুর গ্রামের বাসিন্দা,যদি ও বেড়ে ওঠা সিউড়ি তে,পরবর্তীতে পেশা গত কারণে কলকাতার বেহালার বাসিন্দা। কবিতা নির্মাণে আত্মপ্রকাশ নববুই এর দশকে। প্রকাশিত কাব্যগ্রন্থ উড়ে যায় নীল অক্ষর, অনুভব ও বাল্যপ্রেম, বৃষ্টিকণা শ্রাবণ সুখ, ও চূর্ণি নদী তে মধ্যরাত। জলজ এস্রাজ প্রকাশের অপেক্ষায় । "এখন ময়ূরাক্ষী " বলে ছোট কবিতা পত্রিকা সম্পাদনার ও দায়িত্বে আছেন
অক্ষর বিন্যাস
অক্ষর বিন্যাস ডানা মেলে উড়েছিল
সম্পর্কটা ভাঙা পাতার মতন ভেঙেছিল বলেই
সেই লাল ধুলো দূপূর, চিনচুলা চা বাগান
বা গাঙ্গুটিয়া বন বস্তিতে
ভেসেছিল কয়েকটা স্বপ্ন বিন্দু
তারপর সাদাপৃষ্ঠা ও রেনলড্
ঝোরো নদীর জলের মতন
কয়েকটা লাইন, কাটাকুটি
আবার লাইন, ছন্দ