কবিতায় অমিতাভ মৈত্র
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
অপরসায়ন ও আমি
দ্বাদশ শতাব্দীতেই আমি সাহসী হয়ে উঠেছিলাম
আর কাঁধ ঝাঁকিয়ে বলেছিলাম
অপরসায়নের সাথে আমার সম্পর্ক
গুহার মধ্যে দুটো ভালুকের মতো
অজুহাত ছাড়াই যারা পাপে ডুবে যায় নিজেদের নিয়ে
আর একটা হুইস্ট খেলার টেবিল রোজ রাতে সেই পাপ
মুখ কালো করে নিয়ে যায়
আকর্ষণ বিষয়ে
সারাদিন একা একা ঘুরে বেড়াও
যেন একজন লম্বা নিগ্রো কাজ ছেড়ে দিচ্ছে।
অদ্ভুতভাবে দুঃখিত হয়ে এক সেকেন্ড থমকে যায় চাঁদ,
তারপর শাস্তি পেয়ে চলতে শুরু করে।
আকর্ষণীয় কোনো বিষয়ের দিকে আঙুল তোলার জন্য
আঙুলেরও আকর্ষণীয় হওয়া দরকার মায়েস্ত্রো!
বল্লমের মাথায় জলে ভেজা স্পঞ্জ বাড়িয়ে দেবে
জীবন এত স্পর্শকাতর নয়।