• Uncategorized
  • 0

কবিতায় অমলেন্দু কর্মকার 

জীবন যুদ্ধ

কোমর বাঁধছে গুরু গুরু মেঘ
ঈশানে সিঁদুরে আভা;
ভয় নয় সাথী নয় উদ্বেগ-
মরণের চেয়ে জীবনের বেগ
অনেক তীব্র অনেক সবেগ
কেন পরাজয় ভাবা।
জীবন যুদ্ধে নেমেছি সবাই
সংগ্রামহীন কে বা !
কেউ আগে কেউ পরে যাবো ভাই-
লড়ার আগেই যদি হেরে যাই
সতর্কতার অভাবে হেথায়
জিতবে করোনা থাবা।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *