কবিতায় অনুপ্রসাদ রায় চৌধুরী
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
কৃষ্ণচূড়া
গোটা কতক বর্ণ ধার করতে চাই
ক’খানা শব্দ পেলেও মন্দ হয়না
না হয় ঋণ হিসেবেই দিও ।
পলিথিন রেপারে জড়িয়ে দিওনা যেন
শাল পাতায় মুড়িয়ে দেবে
কাদামাটির গন্ধ থাকবে তাতে,
বুক ভরে মা-মাটির গন্ধ নেবো।
ফুল দিতে চাও?তবে,
গোলাপের গুচ্ছ চাইনে
লখার হাতের কৃষ্ণচূড়া আমায় দিও
যার গনগনে রক্তিম আভায়
নিথর শরীরকেই দেখি।
দগদগে ক্ষত আর ছোপ ছোপ রক্ত
ঐ পুব-আকাশে যখন ওঠে
একরঙা রংধনু মিছিলে,
থোকথোক কৃষ্ণচূড়া ফোটে।