কবিতায় অনুপম দাশশর্মা

পিছনে ঢাকা থাকে দৃশ্যপট
প্রতিদিন একটা করে অধ্যায়ের পাতা ওল্টায়
প্রতিদিন অজান্তে সমুদ্র মন্থন
মানুষ সমাজবদ্ধ
রোজ হেঁটে যায় উচ্চারিত সময়ের পায়ে পায়ে।
তবু ভেঙে যায় আদিম তটরেখায়
তীব্র বিরোধ ও বিশ্বাসহন্তার চরিত্রে
প্রকৃতি অবাক হয়ে দেখে বিমাতৃসুলভ আচরণ
কীভাবে ভেঙে ফেলছে শান্তির ঝিনুক মালা।
সন্ধে নামে। ধুনোর গন্ধে পাখিদের ডানা গোটায়।
ছায়া ছায়া চরাচর। বিষণ্ণতা মসীময়। অগোচরে।