সবাইকার নাম মনে পড়ে কই
যাদের এক এক সময় পাগলের মতো চেয়েছি
যারা একসময় পাগলের মতো আমায় চেয়েছে
সবাই আজ ঘুমন্ত আর নিশ্চুপ
আমার সন্গে সঙ্গে সবাই চলে যাবে
মনের মধ্যে থেমে আছে কত ছবি
তাকিয়ে থাকা দুটি চো, দাঁত খিঁচানো একটা ভয়ংকর মুখ,
গালি দেওয়ার জন্য হাঁ করা একটা মুখ, কিছু বলতে গিয়ে আটকে গেছে দুটি ঠোঁট, বেত ওঠানো স্যারের হাত, এমন কত কী!
আমি এখন শেষ বেঞ্চে বসা রিডিং পড়তে না পারা ছেলেটির মতো অসহায় অপ্রস্তুত
-পড়াশুনো আমার ভালোলাগেনা স্যার।।