ওরা সব বটপাতা, আলপথ, পায়ে পায়ে ঘাস
ওরা সব নদীজল, সাঁঝরঙ, ঝিঁঝিঁদের ডাক
ওরা সব খেয়াঘাট, মাঝিগান, হুড়মুড় ঝাঁপ
ওরা সব ধানশীষ, আখখেত, উঁচু উঁচু নীল
ওরা সব দীঘি, বিল, বেতকাঁটা, ঘুঘুদের স্বর
ওরা সব ঝাউদল, নিঝঝুম বনঘরে উঁকি
ওরা সব হই হই, মেঘেদের বুকে আঁকিবুঁকি
ওরা সব ম ম ঘ্রাণ, মউচাক, শাপলার ফুল
ওরা সব ঝরাপাতা-মাটিতল, ঘুমছায়াগাছ
ওরা সব কাছে-দূরে চারপাশ গহন সবুজ
ওরা সব হুটোপুটি লুটোপুটি বহুদূর দৌড়
ওরা সব হাসিমুখ, মধুবাক, শুধু কলকল
ওরা সব চলাচল, ছুঁয়ে দেখা, পলায়ন-পাড়ি
ওরা সব নাম ধরে ডাকাডাকি, জড়াজড়ি মন
ওরা সব হাতে হাতে রেখেছিল আলোভরা হাত
ওরা সব খোলাজল ছিল মায়াজলের প্রপাত