কবিতা -তে অশোক দেব

পাগল
শোনা যায় চুরির দায়ে পিটুনি খেয়ে সে মাথার ভারসাম্য
হারিয়ে ফেলে, তার চুলে জটা দেখা দেয় এবং তার চোখের
দৃষ্টি নিঝুম হয়ে পড়ে। বিকেল বেলায় মাঝরাস্তায় বসে
গান গায়, ‘আমার পূজার ফুল ভালবাসা…’
তার শরীরের ঢুলুনি দেখতে জমা হয় কিছু
চা দোকানের ছেলে, সেই গান শেষ হলে অফিস পাড়ায়
ছুটি ঘোষিত হয়, সে তখন পার্কের রেলিঙে ঠেস দিয়ে
পুরনো বিড়ি ধরায়।
তার পায়ের মুদ্রায় এমন আরাম পরিলক্ষিত হয় যে,
অফিস-ফেরতা কেরানিরও বড় ঈর্ষা হয়।
এদিক দিয়ে যদি কখনও যান, দেখবেন একটিই জটাঅলা ছেলে,
যার মাথার কোনও ভার ও সাম্য নেই
কেবল শহরে বসন্ত আসার আগে তার অনুমতি লাগে