One Day – Short Film Review
সুপ্রতিম সিনহা রায় নির্দেশিত স্বল্প দৈর্ঘের ছবি “ওয়ান ডে” দেখে বেশ ভালোই লাগলো| ভালো লাগার প্রধান কারন হলো ছবিটার প্রযুক্তিগত নিপুণতা| বিশেষ করে যখন সাম্প্রতিক কালের ট্রেন্ডের জোয়ারে, অনেকেই প্রযুক্তি, অভিনয় এবং গল্পের তোয়াক্কা না করে, শর্ট ফিল্ম বানানোর হিড়িকে গা ভাসিয়েছে| এই ছবির বিষয়বস্তু খুব সাধারণ বা পরিচিত হলেও উপাস্থপনা বেশ ভালো| গল্পের মোড়টাও বেশ সূক্ষ্ম ভাবে ঘোরানো হয়েছে| কৃপা বসুর অভিনয় খুব ন্যাচারাল আর প্রশংসনীয়| ঋত্ত্বিষ চ্যাটার্জীর অভিনয়ও বেশ সাবলীল| অন্বয় গুপ্তর অভিনয় একটু চড়া লাগলেও হয়তো তা ডিরেক্টরের ভিশন আর তার চরিত্রটির সঙ্গে মানানসই| ছবির সিনেমাটোগ্রাফি আর এডিটিং যথাযত| গানের কথা, সুর আর কণ্ঠ প্রশংসনীয়| বিশেষ উল্লেখযোগ্য ছবির আকর্ষণীয় পোস্টারটি| সাউন্ড ডাবিং কোয়ালিটি আর ফলি আরেকটু ভালো হলে মনটা আরো ভরে যেত| সবমিলিয়ে একটি ভালো ছবি বানানোর জন্য অভিনন্দন জানাই উডপেকার ক্রিয়েটিভ আর্টস শর্ট ফিল্ম, সুপ্রতিম সিনহা রায় এবং টিমকে|

Susovan Kanjilal