উৎসব সংখ্যায় কবিতা – সব্যসাচী পণ্ডা
ব্যক্তিগত
মেয়েটিকে জেনেছি কিছুদিন।
তার সাধ আছে,আহ্লাদ নেই।
সুখ আছে অল্পস্বল্প, অহৈতুকী আনন্দ নেই।
নিজেকে ব্যস্ত রাখার জন্য অনেকগুলি বন্ধু আছে তার,
যাদের মধ্যে দু’একজন তাকে প্রেমিকা বলে দাবি করে;
মেয়েটির শরীর আছে,কিন্তু শিহরণ নেই।
আমি এই মেয়েটির সাথে হঠাৎ করেই পরিচিত হয়েছি।
বলা ভালো, তাকে লাভ করেছি।
আমার কবিতা নিয়ে তার সঙ্গে
দু’একটি দুপুর বা সন্ধ্যে কাটিয়েছি।
এমনকি যে কবিতাগুলির শেষে মোচড় আছে,
সেগুলি শুনে তার ঠোঁটের নরম পাপড়ি কেঁপে উঠেছে;
মেয়েটির চুম্বন আছে,কিন্তু কম্পন নেই।
আসলে প্রত্যাখ্যাত মেয়েরা বুঝি এরকমই
কিছুতে তাদের কিছু এসে যায়না
কেননা,তারা আর প্রত্যাখ্যানের ভয় পায়না।