আকাশ মেঘলা,মনখারাপ করে শুয়ে আছে নদী
একটা সারস উড়ে এসে বসে ঠোঁটে করে এক অদ্ভুত
আলো নিয়ে…
অন্ধকার তা দ্যাখে, দ্যাখে সন্ধেমণি ফুল,মোঘল সম্রাট
আওরঙ্গজেবও…
কিন্তু কেউ সেই আলো ছুঁতে পারে না
শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে দ্যাখে
তুমি কি নিপুনতায় ওই আলো নিয়ে মেখে নাও
তোমার সারা শরীরে
আর তারপর…
তারপর ঠোঁটে করে সমস্ত মনকেমন, মেঘরঙা ইচ্ছে আর সম্রাটের জন্মান্তর নিয়ে উড়ে যাও কোনো এক ভলক্যানোর দেশে…
আমার সমস্ত ফেরা মিথ্যে হয়ে যায়
দূর থেকে দাঁড়িয়ে দেখি আকাশ মেঘলা,
মনখারাপ করে শুয়ে আছে চোখ হারানো একটা সারস…