• Uncategorized
  • 0

উৎসব সংখ্যায় কবিতা – ডোনা মাঝি 

রুদ্ধ-ঘর

দক্ষিণ-পশ্চিমের ওই কোণের ঘররটা আমার আস্তানা।
পূবের আলো না পড়াতে সকালের তাপটা একেবারেই অজানা ।
আলাপ তো চলে ঢলে যাওয়া অস্তরাগের সাথে ।
কোনো এক বছরে হঠাৎ করেই রাখি বেঁধেছিলে  হাতে ।
জানালাটা খুললেই দেখা যায় মস্ত বড় এক রাধাচূড়া।
হলুদ পাখি আর নীলকন্ঠ পাখির বাসা আছে এক জোড়া ।
নিত্য চলে ওদের আসা যাওয়ার ব্যস্ততা, কত কী যে ওরা বলছে আর করছে।
জানলাগোড়ায় একলা আমিকে , হয়তো ওরাও দেখছে ।
রোদপড়া দিনটা ওদিকে বিকেলের ঘোলাটে আকাশে রোজ মিশে যায় ।
উড়বে বলে বদ্ধ ঘরে শব্দগুলো আপ্রাণ ডানা ঝাপটায় ।
রাতের আকাশে এখন মেঘেদের দরবারি-কানাড়া
রুদ্ধ ঘরে কন্ঠে আমার মালকোষ আসে ,তুমি ছাড়া ।।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।