“আমি ও রবীন্দ্রনাথ” বিশেষ সংখ্যায় বাপ্পাদিত্য রায়বিশ্বাস
by
·
Published
· Updated
সহজ দাবি
একা নাবিক, রাতের পথিক, একলা গোলন্দাজ
তারার নীচে তেমন কিছু ঘটেই যদি আজ
সেই খবরে কারোর কিছু আসবে যাবে না যে
এটাই বুকে বাজে?
এবার তবে মনের টানাঘরে
দেয়াল তুলে পুতুল সাজাও তাক-এ
নিজের ভাঙা টুকরো নিয়ে হাতে
নাবিক, তুমি গায়ক গড়ো
পথিক, তুমি কবি
গোলন্দাজের টুকরো আঁকুক রঙবেরঙের ছবি
একলা বুকে বসত করে নানান গুণীজনে
এ ওর সুখে হেসে উঠুক
দুঃখ হলে চিঠি
এক নিমেষে ডিঙিয়ে যাবে দেয়াল পিঠোপিঠি
কাল তাহলে হঠাৎ করে হয় যদি ক্ষয়ক্ষতি
থমকাবে না গতি…
সবার কাছে দাবি
একলা তালার সঙ্গে থাকুক দশকুঠুরির চাবি।