আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশেষ সংখ্যায় উজ্জ্বল সামন্ত
by
·
Published
· Updated
বাংলা ভাষা
বাঙলা ভাষা বাঙালির গর্বে
ভাষা আদান-প্রদানের ভাব বিনিময়ে,
বাংলার ভাষা সংস্কৃতি আঁকড়ে
মৈথিলী থেকে শুরু সংস্কৃতির মেলবন্ধনে
বাংলা ভাষা আমার অহংকারে ।
বাংলা ভাষা সুমিষ্ট স্বয়ং সম্পূর্ণে
ভাষা শহীদের আন্দোলনে অমর একুশে,
ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয়ে
কবিগুরু রবীন্দ্রনাথের সহজ পাঠে।
বাংলা ভাষায় “মা” ডাকে জননী স্বরূপে
“ভারত মা কি জয়”, “বন্দে মাতরম”ধ্বনিতে,
বাংলার পরিচয় মহান মনীষীদের আত্মত্যাগে
ভাষা আন্দোলনে অমর একুশে
দেশের জাতীয় সংগীতে পৃথিবীর শ্রেষ্ঠে
বাংলা একদা ভারত দর্শনে
বাংলা ভাষা বাংলায় স্বপ্নেও।
বাঙালি আজ বাংলা ভুলে
বিদেশী ভাষা কে আপন করে,
বাবা মা থেকে মাম্মি পাপা তে
একাকিত্ব আজ মন্টেসরি স্কুলে।
ছোট্ট ছেলের জননী মৃদু হেসে
গর্ব করে, বাংলা ওর ঠিক আসে না যে,
বাংলায় কথা বলতে লজ্জা পেয়ে
মাতৃভাষা অপমানিত নির্বোধের অজ্ঞানে।
মাতৃভূমি জন্মভূমি কর্মভূমি হয়ে
সন্তানের গৌরবে গৌরবান্বিতে
কীর্তিমান ভারতে ও সমগ্র বিশ্বে
হৃদয় ছুঁয়ে যাওয়া ভাবের আবেগে,
সুপ্রভাত হয় বাঙালির আজও
রবীন্দ্রনাথ নজরুল শ্যামা সংগীতে..