আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশেষ সংখ্যায় পার্থ সারথি গোস্বামী
by
·
Published
· Updated
ভাষা দিবস
২১ আল্যেই হুদক্যে উঠে
মাতৃ ভাষার আনখা টান –
বাংলা লিয়ে দেদার ভাষণ
গাইছি বাংলা ভাষার গান ।
সকালের লে রাইতের তক
বলছি খাচ্ছি আংরেজি –
বেডটি খাইয়ে তুলছি ঢেকার
ভুল্যে ভাত পকড়া পিঁয়াজি ।
ছানাট উঠ্যে বলছ্যে পাপা
সকাল বেলায় গুডমর্নিং
রেইতের বেলায় হবেক ডিনার
বেরেকফাস্টে চাউমিন ।
ঝুঁঝকা ভোরে যাবেক ইস্কুল
তার মিডিয়ামট আংরেজি
অংক ভুল্যে ম্যাথ কৈরব্যাক
টিক-ডাং ভুল্যে পাবজি ।
ভুইল কৈরে বলেই যদি
পইড়তে হবেক নামতাট
চোখ পাকাইয়ে বলে মামী
টেল টেবিল মাই বেটা ।
মামীর আবার বিরাট হুকুম
ফুরুট খাবে আফটার লাঞ্চ
অরেঞ্জ এপেল রেগুলারলি
ভাত মুড়হির আর নাই চান্স ।
তিনিও কভু কাটেন হেয়ার
শপিং করেন অনলাইন
গ্রসারীও মান্থলি কিনেন
লাগ্যে মুখে ওহ , ফাইন ।
ও গো , হ্যাঁ গো বাতিল হইয়ে
বর হইয়েছে হাবি , বেবি –
ডাইকলে সাড়া দিবেকট কে
খুঁইজে না পায় বাপ-ছা-ডগি ।
কত্তাবাবুও ভালই রসিক
দেখেন হিন্দি ফিলিম, সিরিয়াল –
স্যুট আর বুটে ডিউটি করেন
সাইন মারেন ইনিশিয়াল ।
উইকএন্ডে আউটিং এ যান
স্টিয়ারিং হাতে লং-ড্রাইভ
টিভিতে বস্যে EPL দেখেন
হাইলাইটস কিংবা হোক লাইভ ।
গটা বছর যাই করিন
এই একট দিনেই আমরা চাষা
বুক থাবড়াই বইলব আবার
“আ মরি বাংলা ভাষা” ।।