করোনা ভাইরাস এর আতঙ্ক কি আর ঠেকিয়ে রাখা গেলো না? ঢুকেই কি পড়লো শহরে? ফুসফুস এর সংক্রমণ নিয়ে ভর্তি হওয়া বৃদ্ধকে দেখে তেমনটাই মনে হয়েছিল। চমকে ওঠেন সকলে কারণ করোনা ভাইরাস তার রক্তে পাওয়া গেছে। বাইপাসের ধারে আরএন টেগোরে খবরটা খুব জলদি ছড়িয়ে পরে । বাকি রোগীর পরিবারের ভয়ে আঁতকে ওঠেন। অনেকে ছুটি করিয়ে রুগীকে বাড়ি নিয়ে যেতে চান । সবার ভাবনা ছিল চীন দেশের মতোই মৃত্যুর পরোয়ানা নিয়ে এদেশে এসেছে করোনা ভাইরাস। হাসপাতাল কতৃপক্ষের মতে এটা খুব সাধারণ ভাইরাস,কোনো ভয়ঙ্কর রোগ নয়। চীনের করোনা ভাইরাস এর সাথে এর অনেক পার্থক্য আছে ।