• Uncategorized
  • 0

অবশেষে ধরা পড়লেন পরিচালক সৃজিত

হ্যাঁ, আপনি ঠিকই পড়লেন। অবশেষে বিয়েটা হয়েই গেল, আমাদের প্রিয় তথা টলি জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জীর। বাংলা দেশের অভিনেত্রী তথা সমাজকর্মী রাফিয়াৎ রশিদ মিথিলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সৃজিত।
শুক্রবার সন্ধ্যেয় ৬ডিসেম্বর,২০১৯, দক্ষিন কলকাতার একটি ফ্ল্যাটেই হয়ে গেল সৃজিত-মিথিলার রেজিস্ট্রি। এক্কেবারেই আড়ম্বরহীন একটি অনুষ্ঠানের মধ্যেই চার হাত এক হল তাদের। অনুষ্ঠানে সৃজিত ও মিথিলার পরিবারের লোকজন ছাড়াও উপস্থিত ছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কবি শ্রীজত সহ সৃজিতের ঘনিষ্ঠ বন্ধু বান্ধব।

খবরটি Social Media তে আসার পর থেকেই, আপামর বাঙ্গালির গুঞ্জন – তাহলে কি আবারও টলিপাড়া একটা জাঁকজমকে বিয়ে বাড়ি দেখতে চলেছে, নাকি শুধুই একটা Grand Receiption. এ তো সময়ই বলবে! আপাতত টিম TechTouch টকের পক্ষ থেকে রইল সৃজিত ও মিথিলার জন্য অফুরান ভালবাসা ও শুভেচ্ছা।
“ভালো থেকো ভালোবাসায় থেকো”।

 

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।