অনুবাদে অনিন্দ্য রায়

হাইকু
জর্জ স্বেদে
সূর্যোদয়:
তর্কের কোনদিকে আমি
ভুলে গেছি
অবশেষে একাকী
অবাক হই কোথায় যে
গেল সবাই
মানসিক হাসপাতাল
আমার ছায়া রইল
বাইরে
উষ্ণ বসন্তবাতাস
ঘুমের মধ্যে
দৌড়োয় বুড়ো কুকুরটি
গ্রীষ্মের রাত:
আমার চোখে শত শত বছরের পুরনো
নক্ষত্রের আলো
ক্লার্কের ব্লাউজের
একটা বোতাম খোলা – আমার ভাঙানি
তাকে চুরি করতে দিই