• Uncategorized
  • 0

অনুগল্পে প্রদ্যুৎ রাজগুরু

বোবা প্রেম

স্কুল যাবার পথে একটা রেলগেট পড়ে l আর সেই রেল গেটের পাশে একটা ভাঙ্গা মাটির বাড়িতে থাকে ভুবন পাগলা l কথাবার্তা কিছু বলতে পারেনা l শুধু একটা  আওয়াজ করে , আর ইশারাতে কথা বলার চেষ্টা করে l আঙ্গুল তুলে তুলে শুধু আকাশের দিকে কি যেন দেখাতে চাই l রেলগেট বন্ধ থাকলে ভুবনের খুব আনন্দ হয়  l রেল গেটের সামনে আটকে পড়া পথচারীদের কাছ থেকে দু , পাঁচ টাকা ইনকাম হয় l স্কুলের অনেক মাস্টারমশাই ও  দিদিমনিরা  ভুবনকে প্রায় দিন টাকা পয়সা দিয়ে থাকেনl তবে বসন্ত মাস্টারের সাথে , ভুবন পাগলার বেশ নিবিড় ভালোবাসার সম্পর্ক l ভুবনের অব্যক্ত কথাগুলো বসন্ত বাবু বেশ সহজে বুঝতে পারেন l ভুবনকে জামা ,প্যান্ট ও শীতবস্ত্র দিয়ে প্রায় সাহায্য করে থাকেন বসন্ত বাবু l মাস্টারমশাইয়ের বাইক যখন রেল গেটের সামনে এসে দাঁড়ায় , ভুবন হাসতে হাসতে  ছুটে যায় মাস্টারমশায়ের কাছে l দুজনের মধ্যে অনেক কথাবার্তা শুরু হয় l ভুবন মাস্টারমশাইয়ের বাইকের নাম্বার প্লেটএর ডাবলু বি 65 65 নাম্বারটা নিবিড় দৃষ্টিতে লক্ষ্য করে ,আর বারবার হাত দিতে থাকে l
এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় বসন্ত বাবুর মৃত্যু হল l সারা এলাকা জুড়ে শোকের পরিবেশ l সমস্ত মানুষ শোকস্তব্ধ l স্কুল যাওয়ার পথে ভুবন পাগলা কে আর দেখি না l একদিন রেল গেটে দাঁড়িয়ে পাশাপাশি দোকানদারদের জিজ্ঞাসা করলাম — আচ্ছা দাদা , ভুবন পাগলা কে অনেকদিন দেখছি না ? ওরা আমাকে বলল — স্যার, ওই মাটির ভাঙ্গা বাড়িতে চারদিন হলো মুখ গুঁজে পড়ে আছে l কোন খাবার দিলেও খাচ্ছে না l শুধু একটা ছোট ইঁটের টুকরো নিয়ে দেয়ালে কি জানো লিখে চলেছে  l কৌতুহল চেপে রাখতে না পেরে ভুবনের দিকে এগিয়ে গেলাম l দেখলাম  ভাঙা দেয়ালের গায়ে লেখা আছে ,ডাবলু বি 6565 l
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।