অণুগল্পে শীতল বিশ্বাস
by
TechTouchTalk Admin
·
Published
· Updated

ভালোবাসার জায়গা অনেক, মূলত কবিতা, তবে নড়চড় হয় গল্প, ভ্রমণ কথা ইত্যাদিতে,আমি শীতল বিশ্বাস, বাঁকুড়া সদরে থাকি,ঠিকানা-শ্রীনগর পল্লী, কেন্দুয়াডিহি ।
অহল্যা
তাকে নিয়ে ভাবা অনেকটা মানে প্রায় সবটাতেই নিজের উপস্থিতি।এটাতেই পূর্ণতা ।এতেই আনন্দ ।এতেই সম্পৃক্ত হওয়া।এতেই কাঁদা।এতেই হাসা।
তাকে নিয়ে ভাবতে ভাবতে ভাবনার শেষ হয় না।শেষ করতে ইচ্ছেও হয় না।যেন নদীর বহমান ছবি ।
তার চুল, চোখ, চিবুক, হাসি, ভঙ্গিমা সবই সুন্দরতায় ভরা।সবই অপরূপ ।তাকে লুকিয়ে দেখতে ভালোবাসে মিষ্টি।জানে,সে বিবাহিত ।তবুও ।
তবুও সে এলে জ্বলে ওঠে চিরাগ।মনের আঙিনায় শরৎ শিউলি, ভরা পুকুরে মাছের জলকেলি ।এলাকা জুড়ে হাসনুহানার মাদকতা।
তার দেখা পাবার জন্য জন্মান্তর কাটাতে পারে সে।
আজ মন্দিরে যাবে মিষ্টি।
সে বর পেতে চায় ঠাকুরের ।
সে অহল্যা হতে চায়।