T3 || অবিস্মরণীয় নজরুল || বিশেষ সংখ্যায় জারা সোমা
by
·
Published
· Updated
বৃক্ষজীবন
তামসিক বিড়ম্বনা জমা রাখে সময়
উত্তাপে পুড়ে যায় শহীদ সমারোহ
দিগন্তরেখায় দীর্ঘ হয় হাহুতাশ
আমার সত্তার সাথে দেখা হয় প্রায়দিন
মুখোমুখি সংলাপ খুঁজে নেয় গহীন
হাতপাতি নিজস্ব পুরুষের কাছে
অন্ধকারে কেঁপে কেঁপে ওঠে শিখা
বিগত প্রেমিকেরা চিৎকারে গায় রূদালী
অস্ত্রের ডগায় পেতে চায় ভূমির অধিকার
এমন সময় আকাশ ঝেঁপে বৃষ্টি এলে
প্রার্থনায় চেয়ে নেব জাগতিক
প্রিয় পুরুষের সঙ্গে বৃক্ষজীবন
তারপর
পাতার পর পাতায় প্রেমের অভিঘাত….