|| শাম্ভবী সংখ্যা ২০২১ || T3 শারদ সংখ্যায় ভাস্বতী নাথ

মরূদ্যানের স্বাদ
ইচ্ছে থাকা সত্বেও ওড়াতে পারলাম না
আটকে গেল চুমুটা পর্দানসীন ঠোঁটে
প্রকাশ্যে যা ছিল অধিকার
মারণোৎসব কেড়ে নিল
‘সামাজিক দূরত্ব ‘ ঠুঁটো করেছে দু-হাত
প্রেম আর গায় না “একটুকু ছোঁয়া লাগে “!
ভেবেছিলাম কবুতরের পায়ে বাঁধব প্রেমপত্র
কিন্তু ক্ষ্যাপাঝড় গিলেছে তার নীরভরা প্রেয়সীকে
তবু ফিরে আসে চিরায়ত কথা
পানপাতায় মুখ ঢাকার স্বপ্নে
বুঁদ হয় সলাজ গোলাপ ।