|| শাম্ভবী সংখ্যা ২০২১ || T3 শারদ সংখ্যায় উৎপল ত্রিবেদী

এই দেশ,এই দেশ
একবার পা বাড়াও
দেখবে পথ তোমার প্রতীক্ষায় আছে।
সে তোমাকে মাটি আর মাঠের কাছে নিয়ে যাবে
জল দেখাবে এবং নদীটি
তারপর অরণ্যপথ পেরিয়ে
তোমাকে পাহাড় দেখাবে
বরফমাখা মানুষ
আর তোমারই মতো জেদি বৃক্ষরাজি।
সে তোমাকে বারবার বলতে চাইবে
এই সবকিছু মিলে তোমার দেশ–
তুমি যেন কক্ষনো বিশ্বাস কোরনা।