|| রাঙিয়ে দিয়ে যাও সংখ্যায় || উজ্জ্বল সামন্ত

রঙ
দুষ্টুমি তোর ষোলআনা পুষিয়ে দেয় খুনসুটিতে
রং দেওয়ার অছিলায় ছোঁয়ার পরশ দেহমনে
আমার হাত তোর গালে আবির আরো হয় রঙিন
লজ্জায় মুখ লাল এত ভালোবাসা লুকিয়ে রাখিস
ফাগুনের আগুন লাগে ভালোবাসার মধুর ছোঁয়ায়
আলিঙ্গনে উষ্ণতা ঠোঁটে ঠোঁট লজ্জায় পলক নামায়
ঠোঁটের কম্পনে অনুভব শিহরণে কেঁপে শরীর পোড়ে
গোধূলির আলো ছায়া তোর আঁচলে কখন মুখ ঢাকে