|| অণুগল্প ১-বৈশাখে || বিশেষ সংখ্যায় উজ্জ্বল সামন্ত
by
·
Published
· Updated
লাড্ডু
১ লা বৈশাখে সকালের প্রথম প্রভাতে এক ভবঘুরে শিশু দোকানের সামনে এসে উপস্থিত হয়। দেখে মনে হয় রাস্তার ফুটপাতে থাকে। ছেঁড়া জামা প্যান্ট পড়ে আছে। দোকানের সামনে সাজানো রয়েছে সারি সারি মিষ্টির ট্রে । কাঁচের বাইরে থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। চৌধুরীবাবু তখন সবে স্নান সেরে পুজোর আয়োজনে ব্যস্ত। গণেশ মিষ্টান্ন ভান্ডার দেশে-বিদেশে বিখ্যাত। চৌধুরী ঘর লাগোয়া দোকান । এমন সময় শিশু টি ডাক দেয়, বাবু আমি দুই দিন কিছু খাইনি। খুব খিদে পেয়েছে। একটা লাড্ডুু দেবেন, খাবো। এই এসে জুটল ভিখিরির দল, হাভাতে কোথাকার। এখন পুজোয় হলো না, এখন লাড্ডু খাবে।ভাগ এখান থেকে । শিশুটি মুখ নিচু করে চলে গেল। ধুমধাম করে পূজা শেষ হল। পুষ্পাঞ্জলী দিয়ে চৌধুরী বাবু দেখেন যে গণেশের হাতের মতিচুরের লাডডু টি নেই। শোরগোল পড়ে গেল, ঠাকুর কে অর্পণ করা লাড্ডু কে নিয়েছে? সমাধান পাওয়া গেল না। চৌধুরী ভোরের স্বপ্নে দেখেন, সেই শিশুটি লাড্ডু খাচ্ছে। অনুশোচনায় পরের বছর থেকে কাঙ্গালী ভোজন করান সঙ্গে লাড্ডু…