ওরা অন্যের আশ্রয়ে আশ্রিত হয়ে ঘর বাঁধে
কখনো গাছের শাখা প্রশাখায় কখনো মাটিতে
ভোরবেলায় দল বেঁধে উড়ে যায় দূর দূরান্তে
শস্যের দানায় বেঁচে থাকে বিনা বাধায় ঝাঁকে ফেরা ঘরে
প্রাকৃতিক বিপর্যয়ে বাসা ভাঙে বৃষ্টিতে ভেজে
খড়কুটো কে আশ্রয় করেই বেঁচে থাকে নীড়ে
নদী সমুদ্র পার হয়ে উড়ে আসে ঋতু বৈচিত্রে
পরিযায়ী নানান প্রজাতির ভীড় পাখিরালয় খাল-বিলে
ওরা মুক্ত সীমান্তের সীমানা জানা নেই ওদের
পৌঁছায় ডানায় ভরসা করে পাড়ি দূর দূরান্তে
শ্রমিকের মত আটকে নেই দূররাজ্যে রাজপথে
অনিদ্রা আতঙ্কে দুশ্চিন্তায় ঘরে ফেরার আশাতে
সব পথ বন্ধ নেই বাস ট্রেন চলাচল স্বাভাবিকে
সব বাধা উপেক্ষা করে হাঁটাপথে পারি নিজদেশে
অনাহারে অনিদ্রায় রাস্তা যেন আলোকবর্ষ দূরত্বে
পথে কেউ মারা যায় কেউবা নিদ্রায় রেললাইনে
নিয়তির নিষ্ঠুর পরিহাসে গৃহবন্দীও পরিযায়ী
জীবন জীবিকার টানে শ্রমিকরা দূর রাজ্যে পাড়ি
দায়িত্ব নিতে অস্বীকার মানবিকতার যেখানে ফাঁসি
ওরাও ভোটার কখন ভুলে যায় অকৃতজ্ঞ রাজনীতি ?