দিব্যি কাব্যিতে উদিত শর্মা

ক..
আমি তোমার দিকে চেয়ে আছি ক..
তারপর অগোছালো ফুটে ওঠা
গ্ল্যাডিওলাসের ছায়া বনে বাদাড়ে –
চলন্ত ট্রেনের মগ্নতা
তুমিও তো সুর খোঁজো অ-সুরের জগতে
আমি তোমার দিকে বাড়িয়েছি হাত
ছেড়ে দিয়েছি বর্ডার লাইনের অবধারিত ক্যাচ
তুমিও তো সরল পথে যেতে যেতে
আজকাল ভাতে কাঁকর বাছো না আর
এরপর ফেরার পালা
দূরে সরে যাওয়ার শব্দ
হয়তো বা মধ্যরাতের তাল ফেরতা
তিনতাল একতালে ফিরে যায়
বাড়তি চারমাত্রার হিসেব মেলে না যদিও