দিব্যি কাব্যিতে উদিত শর্মা

ঢোলের ল্যচক ; ভ্যাবাচ্যাকা
যেকোনো মটরশুঁটি দুপুরে আমার গ্রামে এসো
দেখবে পটল কাকারা কেমন
পা ছড়িয়ে বসে লুডু খেলে।
আপাতত উচ্ছে দাদাবাবুর স্কুল বন্ধ। অনলাইন ক্লাসও হাপুস বিকেলে
মিলিয়ে যাচ্ছে।
এখানে হূকে হূকে সন্ধ্যা নামে
খাট্টু নিয়ে বসে যায় ডপকা মরদ
চলে হাসিঠাট্টা আর শুকনো ঢোলের ল্যচক।
আমাদের এই ভ্যাবাচ্যাকা গ্রামে
এসো না একদিন।
এখানে আমরা রোজ ঈশ্বরের সংগে
দুবেলা দুমুঠো খাই।
তুমিও না হয় খেয়ে যেয়ো …