অদ্ভুদ আঁধারে দেখি পথের কীর্তন
জয়শ্রী-নগর পুড়ে ছাই হলো মন।
বুদ্ধ-মুসা-ইসা আর রহিম ও রাম
কথা ওড়ে দ্বন্দ বাড়ে, পুরনো ব্যারাম…
নিজের বিরুদ্ধে নিজে দাঁড়ায় মানুষ
অন্ধের আগুনে পোড়ে বিদ্বেষের তুষ;
কাঁটাহীন পথ খোঁজে কে যেন উন্মাদে
অভিরূপ রক্ত-দাগ ইশ্বরের ছাদে,
উপাসনা ঘরে তালা, মন উতলায়
আদমের কণ্ঠ ফোটে, ভিন্ন সুরে গায়।
মানুষের নামে আমি খুলে রাখি দোর,
আমার সুরায় গুরু খুঁজে পান ভোর।