কবিতায় উপমন্যু মুখার্জি

তুলে রাখি
তোলা থাক কিছু কথা
তুলে রাখা থাক কিছু শব্দ
ভুলে থাকা যাক কিছু ব্যাথা
মনে থেকে যাক নিঃশব্দ।
ধুয়ে ফেলা যাক কিছু মলিনতা
ধুয়ে ফেলা যাক কিছু গল্প,
মুছে ফেলা যাক কিছু স্তব্ধতা
আত্মাটা দৃঢ় হোক অল্প।
থেকে যাই কিছু গানে
পেয়ে যাই কিছু সুর,
লিখে রাখি কিছু ছন্দ
বৃষ্টিস্নাত তপ্ত দুপুর।
মনে থেকে যাক কিছু মন
ভোলা যায় না কিছু আশা,
তুলে রাখা থাক কিছুক্ষণ
থেকে যাক নিষ্পাপ ভালোবাসা।
লিখে রাখা থাক স্পষ্ট জগত
তবু কবি মান নাহি পায়,
লিখে রাখি আমি সেই কবিকে
থেকে যেও মোর কবিতায়।