T3 || ২১শে ফেব্রুয়ারি – হৃদয়ে বসতে বাংলা || বিশেষ সংখ্যায় উজ্জ্বল কুমার মল্লিক

তোদের ছল—-

ওরে সত্যি করে তোরা বল,
নয়তো, বুঝবো এটা ছল;
বাংলা যদি মুখেরই ভাষা,
বলার সময় কেন লজ্জা!
কথার কালে হিন্দি বলিস,
মিথ্যা কথা বলতে পারিস:
তোরা ভাবিস ভাষার কথা,
 ওরে, ওসব কথার কথা;
উৎসব – দিনে পড়ে মনে,
অন্য কালে রয় আবরণে;
 দুয়োরাণী কাঁদে উপেক্ষিতে,
দেখ, হিন্দি- ভাষার পেষণে।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।