ক্যাফে কাব্যে উজ্জ্বল কুমার মল্লিক

ওরে খেলা নয় – 

এ তো নয়, নয় যে তোর সে খেলা,
হাত, পা ভেঙ্গে তুই অতল জলে,
পড়লি রে হোথায়;জোয়ার-কালে
জলোচ্ছ্বাসে কূল দেখি তোলপাড়।
ওরে ও মেয়ে, ডাক না ভগবানে,
সত্য প্রকাশ হয়, খেলার নামে
ধান্দাটা তুই এবার বন্ধ কর।
হল্লার মনে মরার বড় ভয়,
ভরা-গাঙে ওঠা-নামা করে নাও;
মাঝি,হাসিমুখে  বসে থাকে হালে,
হিল্লোলে নাও ছলাৎ শব্দ তোলে;
অপরূপ ভাটিয়ালী সুর ভাসে
অপার আনন্দে মাতি, মন নাচে।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।