কাব্যানুশীলনে উজ্জ্বল কুমার মল্লিক

ধর্মের কল

ধর্মের কল যে বাতাসে নড়ে;
তাদের কষ্ট বল কে বুঝেছে,
থাক, বিনা বিচারে জেলে পচে।
খুনি-আসামিরা বেড়ায় ঘুরে;
প্রতিবাদী তো আটক ফাটকে,
হা-হুতাশে, আজ বাতাস ভরে।
বিচারক বিস্মিত, দণ্ড হাতে
হানি আঘাত, হোক দুর্নিবার;
সৃজনের নীচতায় স্তম্ভিতে।
তঞ্চক তুমি , ইতিহাস হবে,
ভাবো, লোকে সব বুঝি বুর্বাক;
ভুলেছ, ভাগ্য-লিখন পঠিতে।
মো-সাহেব যত হয় শঙ্কিত;
নেই কোন ত্যাগ, কেবল স্বার্থ,
ঘাটে, ঘাটে প্রকাশিত সে সত্য:
তোমার চরম মিথ্যা-ভাষনে।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।