কবিতায় স্বর্ণযুগে উজ্জ্বল কুমার মল্লিক (অণু কবিতা)

খেলা
স্বাধীনতার মাৎস্য-ন্যায়, অদ্ভুত আকার,
চব্বিশ-ঘণ্টা ঘুরছে চক্র, আহা! কী বাহার!
ন্যায়, নীতি-কথা শুধু রবে, না হবে পালন,
মিথ্যার ভাববাচ্যে, চলুক তবে প্রহসন।
একজন গোলা বল,যদি বনবন ছোড়ে,
অপরে হাঁকায় যে ছক্কা, আহা! কী সুন্দরে!
হাজা-গজা মানুষ ভাবে, হাসবে না কাঁদবে,
একুশেরা আসে যায়, খেলা চলতেই থাকে।