T3 || কালির আঁচড় পাতা ভরে, কালী মেয়ে এলো ঘরে || লিখেছেন উজ্জ্বল কুমার মল্লিক

দীপাবলি

দীপাবলির রোশনাই দৃষ্টিতে বড় শোভমান,
শব্দ- বাজির আনন্দ লহরে বাতাস ভারি;
অসুর-দানোর দাপাদাপে পথ- ঘাট শুনশান,
হাজার দশানন আসি দাঁড়ায় ভিড় করি।

শুভ- অশুভ, ন্যায়- অন্যায়, অর্থশূন্য ভাবাবেশে,
জীবন- চর্চায় বিজয়ই মুখ্য ভাবে ওরা;
আবির্ভাবি রক্তবীজ, সেবিছে রক্ত
উল্লাসে,
ধনুর্বাণ দণ্ডে ধরি, হানে বাণ, মানে দশহরা।

শুভ- কামনা অবাস্তব, ধন্বন্তরী আর আসে না,
হলাহলে ভরো- ভরো দেখি, সমুদ্র- সংসার।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।