T3 || আমি ও রবীন্দ্রনাথ || সংখ্যায় উজ্জ্বল কুমার মল্লিক

কবি প্রণাম
অন্তর রবি, আকাশ রবি
মিলে মিশে সব একাকার,
যে দিকে তাকাই তুমি রহ,
সব কিছু দিয়েছ উজাড়।
শান্তিনিকেতনে নীড় গড়ি
রেখে গেছ অগণিত গান,
অজস্র কবিতার সম্ভার
মাতৃভাষাকে দিয়েছ প্রাণ।
নোবেলে ভূষিত কবি, তুমি
পেয়েছ বিদেশে সমাদর;
স্বদেশে তুমি- ই ভৎর্সিত–
কত না সহেছ অনাদর।
শেষ- যাত্রা কালেও তোমায়
বাঙালি দেয়নি কো নিস্তার,
দাড়ি ছিঁড়ে করেছে অসম্মান
এ লজ্জা, কোথায় রাখি আর!
পঁচিশে বৈশাখ, জন্মদিনে
ব্যথিত অন্তরে ক্ষমা মাগি,
চাহি সু-বুদ্ধি, দানি আশিস,
সহিষ্ণু কর সবারে আজি।