জন্মাষ্টমী স্পেশাল এ উজ্জ্বল কুমার মল্লিক

‘আমি’ সন্ধানে
একটা ছবি বারবার মনের মধ্যে ভাসে
অস্ফুটে;কিছু যেন বলিতে চায় উদ্গ্রীবে;
অবোধ্যই থেকে যায় সেই গূঢ়, নিজ কাছে।
বিস্ময়ে আপনি জিজ্ঞাসি সংগোপনে, আপনে,
হতে পারে, কে আমার এমন ঘনিষ্ঠ জন
দাঁড়ায় এসে অনুক্ষণ, চেনা- অচেনা ভাবে।
অনুরাগ মিশ্রিত, কপট রাগত ভঙ্গিমে
উপদেশে, মোহ ছাড়ি,সত্ত্বায় এসো সংশুদ্ধে।
অজ্ঞানতা দূরী, শঙ্কর- মুদ্গর সম্বলে,
আপনার ‘আমি’-কে খুঁজি, কস্তুরী যথা হন্যে।