কবিতায় উত্তম কুমার দাস

তাই শুধরে নাও
ছোট ছোট ভুলগুলো যদি ভুলতে পারো তাহলে অনেক বড় কিছু হয়।
সময়ের ভুলগুলো পরিস্থিতির শিকার , তবে ভুল তো ভুলই
তাই শুধরে নেওয়া যায়…
না হলে আফসোস
হতে পারে তোমার ভুলটা এতটাই ছোট ছিল যা চোখে পড়েনি
সরল সম্পর্ক বড় একঘেয়ে, একগুঁয়ে, গজেদী
তাই জৌলুস কম
বড় প্রেম ভেসে যায় সাগরের জলে… এর ব্যবহারিক মূল্য কম
আর দৈনন্দিন অভ্যাস… তাই
এক ঘটি জলের প্রয়োজনীয়তায়…