T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় উমর ফারুক

ঝাপসা অতীত
জীবনের হাল ছেড়ে ওই নদীর ধারে বসে
কেটে যায় অসংখ্য বিকেল অনাদরে।
ভাবনাহীন বয়ে চলা নদী যেন আনমনে গেয়ে যায়
ঢেউয়ের তালে সুর মিলিয়ে।
অতীতের খুনসুটি ভেসে ওঠে মনের দর্পণে।
বেলা শেষে পাখিরাও ফেরে তার নীড়ে
কুয়াশাচ্ছন্ন মেঠোপথে মন চলে দূর অজানায়।
জানি না কত দূর চলে গেছে মেঠোপথ।
সন্ধে নামার আগে ইচ্ছে করে
গোধূলির আবির মেখে দেই তোমার গালে।
সেদিন তোমার হাতের মালা দেখে বকুল হতে চেয়েছি।
হতে চেয়েছি তোমার কোলে পড়ে থাকা নকশিকাঁথা
তাল পাতার হাত পাখাটার ভাগ্য দেখে অবাক হয়েছি, জানো তো!
তোমার হাতের জলের জন্য বৃক্ষ হতে চেয়েছি
তোমার কাছে নিখোঁজ এমন অনেক খুঁজেছি।
গত রাতের নির্ঘুম অস্থিরতার সাক্ষী সে মন
স্বপ্নগুলো ডানা মেলে উড়াল দিয়েছে।
চাঁদের ঠোঁটে রক্ত ঝরিয়ে আপন করেছি
ক্লান্ত মনের বিছানা।
হাজার নদীর মোহনায় প্লাবিত হয়েছি বারংবার।
অদ্ভুত দম বন্ধ করা ঘন কুয়াশায় ভিজিয়েছি আপন হৃদয়পট।
তবু আশা ছাড়িনি
জানি তুমি আসবে…
শ্বাসরুদ্ধ পরিবেশ অবশ শরীর গুটিয়ে
রঙহীন কুয়াশায় ভিজে তখনো তোমার অপেক্ষায়
পথপানে চেয়ে রয়েছি।