মার্গে অনন্য সম্মান উজ্জ্বল দত্ত (সেরা)
by
·
Published
· Updated
অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৩৮
বিষয় – প্রেমের ঋতু বসন্ত
প্রেমবার্তা
তোমার প্রেমের উষ্ণ মধুর ছোঁয়া
কতো রঙীন বসন্ত দিয়ে গড়া,
লাগিয়ে দিলে ঘন ভাবের মেঘে
হৃদয় দোরে নাড়লো যেন কড়া।
প্রেমের জোয়ার করে ওঠা নামা
হৃদয় দিয়ে দেখি নয়ন ভরে,
ফাগুন হাওয়া আত্মহারা হয়ে
বার্তা নিয়ে এলো হৃদয় ঘরে l
হৃদয় আছে তোমার জন্য খোলা
পলাশ রঙে রাঙবো মিলন মেলায়,
কদম তলায় সুখের দোদুল দোলা
এসো সেথায় রঙীন বসন্ত বেলায় l
যাসনে ফাগুন এক্ষুণি মোর ছেড়ে
আর ক’টা দিন থাকিস না হয় পাশে,
ডাক দিলো ওই মালঞ্চ আজ তোরে
দোলবি না হয় স্নিগ্ধ সবুজ ঘাসে l
ছিটিয়ে দিবি আবির রঙের ছটা
আসবে প্রিয়ে জ্যোছনা ভরা রাতে,
একটি গোলাপ যত্ন করে ফোটাস
পূর্ণিমা ওই দীপ্ত প্রদীপ হাতে l
এপারে মোর খেলে রঙীন হাওয়া
খুশির দোলা লাগলো ভারি মনে,
ওপারে আজ মিঠেল বাতাবরন
বার্তা প্রেমের ছুটবে সারাক্ষণে l
মন মুকুরে খেলছে রঙীন স্বপন
বসন্ত ওই আসলো হেলেদুলে,
সাজিয়ে দেবে ঢেলে মালঞ্চকে
গন্ধে ভরা হাসনা চাঁপা ফুলে l