• Uncategorized
  • 0

|| অণুগল্প ১-বৈশাখে || বিশেষ সংখ্যায় ঊষা দত্ত

পয়লা বৈশাখের জন্য একটা শাড়ি কিনবো ভাবছি হইলো না।
কোত্থেকে যে কতশত যামেলা এসে হাজির হয়! জীবনটাকে তেনা তেনা করে তবেই যায়।
সমস্যার অন্ত নেই। বলি,আমি মইলে কিছু সংগে নেবো রাজার বাপ? না কি আমার কেউ আছে? যারজন্য রেখে যাবো?
নিজে থেকে একটা শাড়ি কিনে দেওয়ার মন বানাতে পারো নাই তো বিয়া করিছো ক্যান।
পাড়ার মানুষ গুলাইন যখন আমার চোখের মইধ্যে কামড় দিয়া নতুন শাড়ি পইড়া ঘুরতে বেরোয় তখন আমার কি যে ইচ্ছে হয় জানো রাজার বাপ?
ও রাজার বাপ এই বৈশাখে রাজারে বাড়িত আইতে কও। আমি ফোন করি ওই ফোন ধরে না। ও রাজার বাপ,শাড়ি লাগবো না,আমার রাজারে আইনে দাও।ওর লাইগ্যা একখান লাল জামা আনতে হইবো কিন্তু।
—-আইচ্ছা।
ক্ষমতার ডালে ডালে কত রাজা লাল জামা গা’য় দিয়া বিদায় নিয়া গেছেরে বউ জানোস না, জানোস না রে বউ,,,আমার বুকটা ফাডি যায়,,,,,আমার বুকটা ফাডি যায়।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।