-বাবা কিছু কিনলে পুজোয়?
-হ্যাঁ, ওই…
-নাকি সেটাও মায়ের ওষুধে…। আজ আমার ড্রাইভার তোমায় রাস্তায় দেখেছে।
লক্ষী পুজোর পরের ভোরে কখনো কখনো অর্ধাঙ্গিনীর জন্য ওষুধ কিনে আনা সুধীন বাবুর আর ঘুম ভাঙেনি।
এক সপ্তা পরে ইন্সুরেন্স কোম্পানির এজেন্ট এসে সুজয়কে দিয়ে সাইন করিয়ে নিয়ে গেলেন। বাবার টার্ম পলিসি ছেলের নামে এক কোটি টাকা। শেষ প্রিমিয়াম পাঁচ হাজার।