মার্গে অনন্য সম্মান উজ্জ্বল দত্ত (সেরা)
by
·
Published
· Updated
অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
পাক্ষিক প্রতিযোগিতা পর্ব – ৩৪
বিষয় – ভালোবাসার পরিভাষা
ভালোবাসা কারে কয়
ভালোবাসা মানে পরস্পরের অনুভৃতি প্রকাশ পাওয়া,
নি রি বি লি কুসুম বনে যুগল মনের হারিয়ে যাওয়া।
সুখদায়ক পবিত্রতার পরম ছোঁয়া,
প্রেম বরষায় মগন হয়ে সিক্ত হওয়া,
চোখে চোখে কথা কওয়া মনে মনে মিশে যাওয়া।
শা ন্তি ঘ ন জীবনদীপের উষ্ণ প্রেমের পরশ পাওয়া।।
ভালোবাসা মানে মুখিয়েথাকা মনেরমানুষ খুঁজে পাওয়া,
ভা লো বা সা নেশার বলে আ বে গ ঘ ন অন্ধ হওয়া।
শুদ্ধ দুটি পাগল মনের ম হা মি ল ন,
ভালোবাসার আর এক নাম পূর্ণজীবন,
স্বপ্নে দেখা ভা লো বা সা র ছোট্ট নীড়ে আসিন হওয়া।
জীবন তরীর খেয়া বেয়ে আপন লক্ষ্যে পৌঁছে যাওয়া।।
ভালোবাসা মানে ছোট্ট রঙের তুলির ডগায় স্বপ্ন আঁকা,
মিলে মিশে প্রে মা বে গে আশিক হয়ে মগন থাকা।
প্রেমসাগরে সিক্ত ডানায় সাঁতার কাটা,
পায়ের সাথে পা মিলিয়ে সুদূর হাঁটা,
শুভ লগনে চোখে চোখে হঠাৎ কারো প্রথম দেখা।
স্বপ্নে ভাসা স্মৃ তি ম ধু র শোভন ছবি তুলে রাখা।।
ভালোবাসা মানে হৃদয়ডালি বিনিময়ের পর্ব সারা,
ভাবসাগরে ভেসে ভেসে খুশির ঢেউয়ে আত্মহারা।
মনের যতো গোপন কথা উজাড় করা,
হৃদয় খুলে প্রেমের প্রদীপ জ্বেলে ধরা,
ভালোবাসার সৌধ প্রতীক শাজাহানের তাজের পারা,
বহে চলুক পরম্পরা ভা লো বা সা র সজল ধারা।।