আন্তর্জাতিক || পাক্ষিক পত্রপুট || এ ঊজ্জ্বল চট্টোপাধ্যায়

মায়ের ঘ্রান
আমার চোখে বাংলা আঁকে সেই আমার মা,
বাংলা ভাষাই প্রথম শিখি।
বাংলা হরফ প্রথম লিখি।
কাদের চোখে আগুন জ্বালাই কিছুই জানিনা,
ভাইয়ের রক্তে ধোয়া হলো ঢাকার আঙিনা।
ঝড় ঝঞ্ঝা নদীর ভাঙন নতুন কিছুই নয়,
রাজনীতি থাক রাজার কাছে,
বাংলা আছে আমার পাশে।
ধর্মের কল বিভেদ শেখায় শুধুই মৃত্যুভয়,
বাংলা আমার বিশ্বভাষা ছিনিয়ে নিলো জয়।
রফিক সালাম দোষ করেনি, বাংলা ওদের গান।
জব্বর আর বরকত ভাই,
ওদের পথেই এক সুরে গাই।
ফেরুয়ারি একুশ নিলো সবুজ সতেজ প্রাণ,
অমর একুশ মাতৃভাষা আমার মায়ের ঘ্রান।