T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় উদয়ন চক্রবর্তী

নীরবতা শূন্যতার একক
পায়ে পায়ে হেঁটে গেছি যে পথ
পথও হেঁটেছে
প্রেমের খতিয়ানে যে কথা ব্যয় হয়েছে
কৃষ্ণচুড়া শিমুল পলাশ গোলাপও আছে
এখন সে অতীত পথভ্রষ্ট
বোঝাপরা আর অনুমতির সহবাস
অলিখিত চুক্তি
যৌনাতা শুধুই সুখঅনুভুতির মুহূর্ত মাত্র
পছন্দের রক্ত শূন্যতায় দূর্বল সে অভ্যাস
আর নয় এবার ভেঙে দেব ইতিহাস
শূন্য সেখানে যতই অহংকারি হোক
সংখ্যাই এগিয়ে নিয়ে চলেছে সভ্যতা
প্রেম ভালবাসা যৌনতা একটা একক মাত্র
কবরস্থানের নীরবতাও সে শূন্যতার একক
আর আমরা উত্তরহীন অঙ্ক কষে চলেছি।